ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকার সার্বিক উন্নয়নে ৫০০ কোটি টাকার মাস্টার প্ল্যান প্রণয়ন চাঁপাইনবাবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন পূর্ব শত্রুতার জেরে গাছ কর্তন ও বাড়ি ঘরে হামলা গুরুতর আহত ০১ ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার : অধ্যক্ষ হেলালী তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে কুরআন বিতরণ সোনাতলায় লটারীর মাধ্যমে ৬ পয়েন্টে ওএমএস ডিলার নিয়োগ “শিক্ষা শুধু মেধা বিকাশই করেনা বরং হৃদয়কে মানবিক করে” গফরগাঁওয়ে সৌদি সরকারের দুম্বার মাংস বিতরণ কেশবপুরে “শেকড়ের সন্ধানে”র আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ৫০০০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামে আন-নাবিল বৃত্তি পরিক্ষা সম্পন্ন

মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে পাবনার আমিনপুর

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে পাবনা জেলার আমিনপুর থানার বিভিন্ন এলাকা। হাত বাড়ালেই মিলছে হেরোইন, ইয়াবা, মদ,গাঁজা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য। মাদক প্রাপ্তির সহজলভ্যতায় এলাকার যুবসম্প্রদায় নিমজ্জিত হচ্ছে নেশার মায়াজালে। মাদক ক্রয়ের অর্থের যোগান দিতে তারা সংঘটিত করছে অপরাধমুলক কর্মকাণ্ড। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ ও জাতি। মাদকের বিস্তার বৃদ্ধি ও ব্যবসায়ীদের অবাধ ব্যবসার কারণ হিসেবে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও সহজলভ্য জামিন ব্যবস্থা কে দায়ী করছে এলাকার সচেতন মহল।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমিনপুর থানার মির্জাপুর এলাকায় মুসা ও বাগমির্জাপুর এলাকায় সুমন রমরমা গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। এছাড়াও খাশ আমিনপুর গাংপাড়া এলাকার মাদক ব্যবসায়ী আজিজ,রিমেল,সাইফুল ও রাজিব গড়ে তুলেছে ইয়াবা’র জমজমাট ব্যবসা।  আমিনপুর বাজার এলাকায় ইয়াবার গডফাদার হিসেবে আত্মপ্রকাশ করেছে জুয়েল ও খোকন।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমিনপুর থানার মধ্যে সবচেয়ে বেশি মাদক ক্রয়- বিক্রয় হয়ে থাকে জাতসাখিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। এই ওয়ার্ড কে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে ইয়াবার ডিলার সোহেল, রাসেল,লাল, আমেনা, আলম,নার্গিস। হেরোইন ব্যবসায়ী শাহিন,রাজ্জাক। গাঁজা ব্যবসায়ী রাজু ও রনি।

চরকান্দী এলাকায় মাদকের অবাধ ব্যবসা করে চলেছে সবুজ।নান্দিয়ারা এলাকায় ইয়াবার ডিলার হিসেবে আত্মপ্রকাশ করেছে আন্তা ও মোমিন। এছাড়া টাংবাড়ী এলাকার মাদক ব্যবসায়ী আলো কারাগারে থাকায় নতুন ব্যবসা পরিচালনা করছে মামুন। এছাড়া হরিদেবপুর তথা কাশিনাথপুর ফুলবাগান এলাকায় মদ সরবরাহ করেছেন লাল।

রুপপুর ইউনিয়নে মাদকের গডফাদারের ভুমিকায় রয়েছে রনো। পাশাপাশি রুপপুরের গাছপাড়া এলাকার রনি ও পশ্চিমপাড়া এলাকার এরশাদ এখন এলাকার প্রভাবশালী মাদক ব্যবসায়ী।

মাদকের স্বর্গভূমিখ্যাত আহাম্মাদপুরে সরকারের পতনের পর কিছু ব্যবসায়ী গা ঢাকা দিলেও নতুন করে প্রকাশ্যে এসেছে কিছু মাদক ব্যবসায়ী। আহাম্মাদপুর মধ্যপাড়া গ্রামে ইয়াবার ব্যবসা চালাচ্ছে বাবু ও সবুজ। সোনাতলা এলাকায় প্রভাবের সাথে মাদক সরবরাহ করে আসছে ব্যবসায়ী হৃদয়। এছাড়াও বোয়ালিয়ার সাগর ও বিরামপুর ডাংগীপাড়া এলাকার আমির মাদকের ডিলার হিসেবে আত্মপ্রকাশ করেছে। মাসুমদিয়া ইউনিয়নে নতুন মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে শেখ মেহেদী, টিটু মোল্লা,শান্ত, বাবু, রায়হান সহ অনেকে।

সমগ্র আমিনপুর থানা ব্যাপী মাদকের ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করলেও অনেকটা নিশ্চুপ ও উদাসীন আইন শৃঙ্খলা বাহিনী। তবে তাদের এই নিস্ক্রিয়তার কোন কারণ জানা যায় নি। আমিনপুর থানা এলাকার মাদক নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসায়ীদের বিতাড়িত করতে পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান, পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশীর ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন’র দৃষ্টি আকর্ষণ করেন আমিনপুর থানা এলাকার সচেতন ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে পাবনার আমিনপুর

আপডেট সময় : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে পাবনা জেলার আমিনপুর থানার বিভিন্ন এলাকা। হাত বাড়ালেই মিলছে হেরোইন, ইয়াবা, মদ,গাঁজা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য। মাদক প্রাপ্তির সহজলভ্যতায় এলাকার যুবসম্প্রদায় নিমজ্জিত হচ্ছে নেশার মায়াজালে। মাদক ক্রয়ের অর্থের যোগান দিতে তারা সংঘটিত করছে অপরাধমুলক কর্মকাণ্ড। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ ও জাতি। মাদকের বিস্তার বৃদ্ধি ও ব্যবসায়ীদের অবাধ ব্যবসার কারণ হিসেবে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও সহজলভ্য জামিন ব্যবস্থা কে দায়ী করছে এলাকার সচেতন মহল।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমিনপুর থানার মির্জাপুর এলাকায় মুসা ও বাগমির্জাপুর এলাকায় সুমন রমরমা গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। এছাড়াও খাশ আমিনপুর গাংপাড়া এলাকার মাদক ব্যবসায়ী আজিজ,রিমেল,সাইফুল ও রাজিব গড়ে তুলেছে ইয়াবা’র জমজমাট ব্যবসা।  আমিনপুর বাজার এলাকায় ইয়াবার গডফাদার হিসেবে আত্মপ্রকাশ করেছে জুয়েল ও খোকন।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমিনপুর থানার মধ্যে সবচেয়ে বেশি মাদক ক্রয়- বিক্রয় হয়ে থাকে জাতসাখিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। এই ওয়ার্ড কে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে ইয়াবার ডিলার সোহেল, রাসেল,লাল, আমেনা, আলম,নার্গিস। হেরোইন ব্যবসায়ী শাহিন,রাজ্জাক। গাঁজা ব্যবসায়ী রাজু ও রনি।

চরকান্দী এলাকায় মাদকের অবাধ ব্যবসা করে চলেছে সবুজ।নান্দিয়ারা এলাকায় ইয়াবার ডিলার হিসেবে আত্মপ্রকাশ করেছে আন্তা ও মোমিন। এছাড়া টাংবাড়ী এলাকার মাদক ব্যবসায়ী আলো কারাগারে থাকায় নতুন ব্যবসা পরিচালনা করছে মামুন। এছাড়া হরিদেবপুর তথা কাশিনাথপুর ফুলবাগান এলাকায় মদ সরবরাহ করেছেন লাল।

রুপপুর ইউনিয়নে মাদকের গডফাদারের ভুমিকায় রয়েছে রনো। পাশাপাশি রুপপুরের গাছপাড়া এলাকার রনি ও পশ্চিমপাড়া এলাকার এরশাদ এখন এলাকার প্রভাবশালী মাদক ব্যবসায়ী।

মাদকের স্বর্গভূমিখ্যাত আহাম্মাদপুরে সরকারের পতনের পর কিছু ব্যবসায়ী গা ঢাকা দিলেও নতুন করে প্রকাশ্যে এসেছে কিছু মাদক ব্যবসায়ী। আহাম্মাদপুর মধ্যপাড়া গ্রামে ইয়াবার ব্যবসা চালাচ্ছে বাবু ও সবুজ। সোনাতলা এলাকায় প্রভাবের সাথে মাদক সরবরাহ করে আসছে ব্যবসায়ী হৃদয়। এছাড়াও বোয়ালিয়ার সাগর ও বিরামপুর ডাংগীপাড়া এলাকার আমির মাদকের ডিলার হিসেবে আত্মপ্রকাশ করেছে। মাসুমদিয়া ইউনিয়নে নতুন মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে শেখ মেহেদী, টিটু মোল্লা,শান্ত, বাবু, রায়হান সহ অনেকে।

সমগ্র আমিনপুর থানা ব্যাপী মাদকের ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করলেও অনেকটা নিশ্চুপ ও উদাসীন আইন শৃঙ্খলা বাহিনী। তবে তাদের এই নিস্ক্রিয়তার কোন কারণ জানা যায় নি। আমিনপুর থানা এলাকার মাদক নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসায়ীদের বিতাড়িত করতে পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান, পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশীর ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন’র দৃষ্টি আকর্ষণ করেন আমিনপুর থানা এলাকার সচেতন ব্যক্তিবর্গ।