ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে অসহায় গরীব ও দুস্থ মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ৯ঘটিকায় ঈশ্বরদী নওদাপাড়া আশ্রয়ন প্রকল্পে দাশুড়িয়া ডিজিটাল মেডিকেল সেন্টারের উদ্যোগে বুনোফুল স্কুল ও ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাব এর সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন দাশুড়িয়া মেডিকেল সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভাপতিত্ব করেন মাই টিভির ঈশ্বরদী প্রতিনিধি আলিফ হাসান। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ ইফতে খারুল আলম, এম.বি.বি.এস (ঢাকা মেডিকেল কলেজ) ও ডাঃ আফিয়া ইবনাত বুশরা এম.বি.বি.এস (আরইউ)।
উক্ত ক্যাম্পটিতে উপস্থিত ছিলেন, ৭১ টিভির ঈশ্বরদী প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি তুহিন হোসেন, সহ সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এন টিভির (মাল্টিমিডিয়া) ঈশ্বরদী প্রতিনিধি রাসেল।

আরো উপস্থিত ছিলেন, বুনোফুল স্কুলের সভাপতি মো.মাসুদ রানা মাসুম ও সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান ওলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সাদ্দাম হোসেন, ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাবের সভাপতি আশিকুর রহমান আশিক, সহ পরিচালক মামুন হোসেন,সিনিয়র সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁইসহ অনেকেই।
এই ক্যাম্পটি সকাল থেকে দিনব্যাপী এলাকার দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।








