রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বিশ্বাসের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০১:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী উপজেলার সুলতানপুর গ্রামের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বিশ্বাসের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫ টায় দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে মরহুমের নিজ বাসভবনে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুন সুর এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বাদ মাগরিব খালিশপুর (দরগা বাজার ) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে খালিশপুর (দরগা বাজার) কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বিশ্বাস রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ প্রায় হাজারো জনতা।












