সুজানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল আনান্দ শোভাযাত্রা

- আপডেট সময় : ০৩:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল এক আনান্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বের হওয়া বিশাল আনান্দ শোভাযাত্রা টি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ। পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস।
এছাড়াও উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।