ফুলবাড়ীয়ায় জনতার হাতে সিএনজি চোর আটক
- আপডেট সময় : ০২:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জনতার হাতে আটক এক সিএনজি চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামের আন্ধারিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি হলেন ওই গ্রামের সেকান্দর আলীর পুত্র আবুল কালাম (২২)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আবুল কালাম একটি সিএনজি অটোরিকশা চুরির চেষ্টা করলে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করে। পরে খবর দেওয়া হলে ফুলবাড়ীয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সিএনজি মালিক চান মিয়া বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে চুরি-ছিনতাই রোধে টহল কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, “স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা সিএনজি চোরকে আটক করেছি। সিএনজি মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”




















