গাইবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদে প্রতিষ্ঠানটির প্রতিবাদ
- আপডেট সময় : ০১:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা নূরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম বহুল প্রচারিত সংবাদমাধ্যমসহ ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত “কোটি টাকার অনিয়ম” শিরোনামের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন। এ বিষয়ে তিনি একটি লিখিত প্রতিবাদ জানান।
প্রতিবাদপত্রে প্রধান শিক্ষক উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সবসময় সুশাসন ও স্বচ্ছতার সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেনসহ যেকোনো কার্যক্রম নিয়মিতভাবে ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা ও তদারকিতে সম্পন্ন হয়।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের কোনো শিক্ষক বা ব্যক্তি কোটি টাকার অনিয়মে জড়িত— এমন দাবি একেবারেই মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রধান শিক্ষক প্রতিবাদপত্রে প্রকাশিত সংবাদটি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভুয়া তথ্য প্রচারে জড়িতদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

















