ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাটমোহর থেকে দলীয় মনোনয়ন চেয়ে বিএনপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

কায়সার আহম্মেদ, চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার চাটমোহর থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতা হাসাদুল ইসলাম হীরা’র সমর্থনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪ চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জার্জিস মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সভা। চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুল এর সভাপতিত্বে ও চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন — উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার, গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী, চাটমোহর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব এবং বিএনপি নেতা পালন সরকার, চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুম আকাশ প্রমুখ। বক্তারা বলেন, “চাটমোহরের তৃণমূল নেতাকর্মীদের প্রিয় মুখ হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে ছিলেন। তাঁকেই এবার দলীয় মনোনয়ন দিয়ে চাটমোহরে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।” বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হাসাদুল ইসলাম হীরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

তাঁর নেতৃত্বে চাটমোহরের বিএনপি নতুনভাবে সংগঠিত ও ঐক্যবদ্ধ হচ্ছে। সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত ঙ শেষে নেতাকর্মীরা “হাসাদুল ইসলাম হীরা এগিয়ে চল, গণমানুষের নেতা হীরা ভাই” স্লোগান দিতে দিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটমোহর থেকে দলীয় মনোনয়ন চেয়ে বিএনপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

আপডেট সময় : ০১:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার চাটমোহর থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতা হাসাদুল ইসলাম হীরা’র সমর্থনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪ চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জার্জিস মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সভা। চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুল এর সভাপতিত্বে ও চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন — উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার, গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী, চাটমোহর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব এবং বিএনপি নেতা পালন সরকার, চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুম আকাশ প্রমুখ। বক্তারা বলেন, “চাটমোহরের তৃণমূল নেতাকর্মীদের প্রিয় মুখ হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে ছিলেন। তাঁকেই এবার দলীয় মনোনয়ন দিয়ে চাটমোহরে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।” বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হাসাদুল ইসলাম হীরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

তাঁর নেতৃত্বে চাটমোহরের বিএনপি নতুনভাবে সংগঠিত ও ঐক্যবদ্ধ হচ্ছে। সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত ঙ শেষে নেতাকর্মীরা “হাসাদুল ইসলাম হীরা এগিয়ে চল, গণমানুষের নেতা হীরা ভাই” স্লোগান দিতে দিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।