ঈশ্বরদীতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
 
																
								
							
                                - আপডেট সময় : ০৮:৫২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়েজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে দাশুড়িয়ার বিপুল মোল্লার রাইচ মিলে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে ও সাইফুল ইসলাম ডালিকির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান মুকুল, সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেনসহ অনেকেই।

আরো উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন কৃষকদল, ছাত্রদল, তাঁতীদলসহ বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
																			








