ত্রিশাল প্রেসক্লাবে দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ১২:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুরে প্রেসক্লাব ত্রিশালের দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ইমরান হাসান বুলবুল সভাপতি ও সময়ের আলো পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবীর হিমাদ্রী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি সাইফুল আলম তুহিন (দৈনিক আজকের পত্রিকা), যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম (বাংলাদেশ টুডে), অর্থ সম্পাদক আবু রাইহান সিথিল (দৈনিক জনকণ্ঠ),
ক্রীড়া সম্পাদক দূর্জয় ইসলাম (দৈনিক জনবানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক জিম্মানুল আনোয়ার (বাংলাদেশ বুলেটিন)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—রাশেদুজ্জামান রনি (ভোরের কাগজ),ফাহাদ বিন সাঈদ (দৈনিক আজকের পত্রিকা),ফাহিম মন্ডল (দৈনিক ইত্তেহাদ), ও মশিউর রহমান রাজিব (দৈনিক প্রেক্ষাপট)।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যরা। নতুন নেতৃত্ব ত্রিশাল প্রেসক্লাবকে আরও গতিশীল ও পেশাদার সাংবাদিকতায় সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।







