ঈশ্বরদীতে যুবদল নেতা অনিকের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও চক্ষু সেবা প্রদান
 
																
								
							
                                - আপডেট সময় : ১১:৫৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, দাশুড়িয়া ইউনিয়ন পরিপষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন এর দিক-নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, চক্ষু সেবা ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী এ সেবামূলক কর্মসূচি চলে দাশুড়িয়া ট্রাফিক মোড় সংলগ্ন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিবুল ইসলাম রকি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মুলাডুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, ঈশ্বরদী পৌরসভার ধানের শীষ প্রতীকের শেষ মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লা, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন, উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু ও হৃদয় খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মনিরুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুল ইসলাম লাকি, যুগ্ম সাধারণ সম্পাদক কালাম খাঁন,দাশুড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল, কৃষক দলের সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদ মন্ডল, দাশুড়িয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জিসান হোসেন, সিনিয়র সহ সভাপতি ইমন হোসেন, সহ সভাপতি অভি ব্যাপারি, সাধারণ সম্পাদক তানভীর আহাম্মদ তন্ময়, সিনিয়র যুন্ম সাধারণ সম্পাদক মোহনা আক্তার মিষ্টি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস রাব্বি, মুলাডুলি ইউনিয়ন যুবনেতা জহুরুল ইসলাম মন্ডল, সাদ্দাম হোসেন, ছাত্রনেতা আল-আমিন হোসেন, আব্দুল্লাহ আল সৃজন, সিদ্দিকুর রহমান, ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মেরিদুল ইসলাম, মেহেদী মালিথা প্রমুখ।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। পাশাপাশি দাশুড়িয়া গোলচত্ত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই অনুষ্ঠানের আয়োজক ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম অনিক খন্দকার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সবসময় মানুষের পাশে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যুবদল নিরলসভাবে কাজ করছে।
 
																			








