ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে সৌদি সরকারের দুম্বার মাংস বিতরণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই মাংস বিতরণ কার্যক্রম শুরু হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা প্রধানদের হাতে দুম্বার মাংস তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জানা যায়, জেলা প্রশাসনের মাধ্যমে গফরগাঁও উপজেলায় মোট ৪২ কার্টন দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়। সকাল ১১টার দিকে বরাদ্দপ্রাপ্ত মাংস উপজেলা পরিষদে পৌঁছায় এবং পরবর্তীতে তালিকাভুক্ত এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে তা বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম জানান, প্রতিবছর সৌদি সরকার বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী ও এতিমখানাগুলোর জন্য দুম্বার মাংস পাঠায়। নির্ধারিত তালিকা অনুযায়ী এই মাংস যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, “সৌদি সরকারের পক্ষ থেকে প্রাপ্ত দুম্বার মাংস আমরা নির্দেশনা অনুযায়ী এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করেছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গফরগাঁওয়ে সৌদি সরকারের দুম্বার মাংস বিতরণ

আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই মাংস বিতরণ কার্যক্রম শুরু হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা প্রধানদের হাতে দুম্বার মাংস তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জানা যায়, জেলা প্রশাসনের মাধ্যমে গফরগাঁও উপজেলায় মোট ৪২ কার্টন দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়। সকাল ১১টার দিকে বরাদ্দপ্রাপ্ত মাংস উপজেলা পরিষদে পৌঁছায় এবং পরবর্তীতে তালিকাভুক্ত এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে তা বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম জানান, প্রতিবছর সৌদি সরকার বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী ও এতিমখানাগুলোর জন্য দুম্বার মাংস পাঠায়। নির্ধারিত তালিকা অনুযায়ী এই মাংস যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, “সৌদি সরকারের পক্ষ থেকে প্রাপ্ত দুম্বার মাংস আমরা নির্দেশনা অনুযায়ী এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করেছি।”