“শিক্ষা শুধু মেধা বিকাশই করেনা বরং হৃদয়কে মানবিক করে”
 
																
								
							
                                - আপডেট সময় : ১২:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
ইপিজেড কর্ণফুলী মডেল স্কুল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন,”মানুষ হওয়ার শিক্ষাটাই প্রধান অন্য সকল শিক্ষা এর অধীন তাই শিক্ষা কেবল মেধাকে সমৃদ্ধ করে না শিক্ষা হৃদয়কেও মানবিক করে তোলে।”
৩১ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধিন ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ প্রাপ্তদের ও বেসরকারি কেয়া বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি চট্টগ্রাম সিটিজেন ফোরাম, বন্দর থানা সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক, জামেয়া রজভিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হানিফ সওদাগর এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস~১ এর প্রধান প্রিন্সিপাল মিরাজ মাহমুদ এর সঞ্চালনায় ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো.এনায়েত হোসেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়া’র সাবেক মহাসচিব, বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র মহাসচিব এম.নজরুল ইসলাম খান,ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম।বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বশার, দৈনিক আমার সময়’র চট্টগ্রাম এর প্রতিনিধি সাংবাদিক মোঃ জাকারিয়া হোসেন সাগর,মাওলানা মোঃ ইয়াসিন,মোহাম্মদ মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক,মোহাম্মদ তাওহীদুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, শারমিন আক্তার,লাকি আক্তার প্রমুখ। এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকবৃন্দ এবং স্কুলের সকল শাখার ছাত্র-ছাত্রীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা আনন্দ উৎসবের মাধ্যমে সংবর্ধিত অনুষ্ঠানটি উপভোগ করে,সংবর্ধনা অনুষ্ঠানে চমৎকার সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল।
 
																			






