পূর্ব শত্রুতার জেরে গাছ কর্তন ও বাড়ি ঘরে হামলা গুরুতর আহত ০১
- আপডেট সময় : ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলার সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের পাহাড়পুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে অর্ধ- শতাধিক মূল্যবান ফলজ ও বনজ গাছ কর্তন ও বসত ঘরে হামলার অভিযোগ এসেছে,এতে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন একজন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে গত রবিবার ২৬/১০/২০২৫ সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় পাহাড়পুর গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে আব্দুর রাশিদ মিয়া(৭০) তাহার নিজ জায়গায় বাথরুমের চাক বসানোর বিষয়কে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনী ভাবে বসত ঘরের ভিতরে অনধিকার প্রবেশ করিয়া তর্ক-বিতর্ক করিয়া এক পর্যায়ে একই এলেকার মৃত মহিমউদ্দিনের ছেলে মোঃ বাচ্চু মিয়া(৫৮), মোঃ ফরিদ মিয়া( ৪৫) সহ আরো ৪-৫ জন মিলে আব্দুর রাশিদ মিয়ার উপর অতর্কিতে হামলা করে। এলোপাতাড়ি খিল, ঘুষি ও মারাত্মক ধারালো অস্ত্র দিয়ে খুন করার উদ্দেশ্যে বাচ্চু মিয়ার হাতে থাকা রাম দা দিয়া স্বজোরে কোপ দেয় ও রাশিদ মিয়ার বসত ঘরের পূর্ব পাশে থাকা বিভিন্ন জাতের গাছ পালা কেটে পেলে যার আনুমানিক মূল্য প্রায় ৮০ (আশি হাজার) টাকার মতো হবে।
এই বিষয়ে মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।












