ভালুকার সার্বিক উন্নয়নে ৫০০ কোটি টাকার মাস্টার প্ল্যান প্রণয়ন
- আপডেট সময় : ০৯:৩৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা উপজেলার সার্বিক উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ হায়দর আলী, যুগ্মপ্রধান; দেবোত্তম সান্যাল, উপপ্রধান; এবং প্রিয়াঙ্কা দত্ত, উপপ্রধান—ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।
সভায় আরও অংশ নেন নির্বাহী প্রকৌশলী, সওজ বিভাগ, ময়মনসিংহ; নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, ময়মনসিংহ; উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা; সকল ইউনিয়নের প্রশাসক এবং ভালুকা পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
সভায় ভালুকা উপজেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। আলোচ্য উন্নয়ন পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—
* ভালুকায় ৪টি ফুট ওভারব্রিজ নির্মাণ
* সওজের আওতাধীন রাস্তাগুলোর সঠিক ব্যবস্থাপনা ও সংস্কার
* এলজিইডির আইডিভুক্ত রাস্তাগুলোর দ্রুত নির্মাণ
* বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন
* গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
* ক্ষতিগ্রস্ত এলজিইডি রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ
* নারী কর্মজীবীদের জন্য “কর্মজীবী নারী হোস্টেল” নির্মাণ
* সরকারি উদ্যোগে স্বাদু পানির মাছের হ্যাচারি ও গবেষণাগার নির্মাণ
সভায় প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যা ভালুকার অবকাঠামো, পরিবেশ, ও সামাজিক খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার, ভালুকা, ময়মনসিংহ।












